সুনামগঞ্জ সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় পৌরশহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরায় অপরিস্কার অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ৭টি হোটেল মালিককে দু”লাখ টাকার উপরে জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খ্রীষা ও র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মেজর আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে র্যাবের একটি দল শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো শহরের থ্রী ষ্টার হোটেলে ২ হাজার,দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার,হক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার,আহনাফ রেস্টুরেন্টকে ৩০ হাজার,রান্নাঘর রেস্টুরেন্টকে ৩০ হাজার এবং কুটুমবাড়ি রেস্টুকে ৩০ হাজার,মডার্ন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকাসহ মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।