এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চুনারুঘাট যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে পদক্ষেপ গণ পাঠাগার হল রুমে চুনারুঘাট যুব ফোরামের আহবায়ক ফুলমিয়া খন্দকার মায়া’র সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রূপান্তর প্রকল্প, আস্থার আওতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার লাইলী আক্তার,ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান,ফিল্ড অফিসার রাজীব হাসান।
চুনারুঘাট যুব ফোরামের আয়োজনে আজ যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা ও কার্যক্রমের বিষয় শেয়ার করেন।তারা কোথায়,কখন,কি কি কাজ কিভাবে করবেন এর বিস্তর আলোচনা করেন।
এ বিষয় দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান।তিনি সকল কে গুরুত্বপূর্ণ আইনের পদ্ধতি অবলম্বন ও জানানোর মাধ্যমে সকলকে সচেতন পন্থা অবলম্বন করতে পরামর্শ দেন।
এসময় উপস্থিত উপজেলা ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রতিনিধি পঙ্কজ দেব,প্রিয়ন্ত কর,শেখ শিরিন,কামরুন্নাহার, সীমা,অর্পা,রুমি,নাজু,পুষ্পিতা,আব্দুল হক,বাছির,সৌরভ,ফাতেমা,
মির্জা ফয়সাল,শহিদুল,সোহাগ,মাসুদ আলম,সুমি,জীবন সরকার প্রমুখ।