বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে ইয়াবা সেবনকালে মাদক সম্রাট শেখ সোয়েল (৩০) কে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার বেলা ২ টার দিকে বাহুবল বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
বাহুবল মডেল থানার এসআই জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানকালে এনাম নিজেকে কৃষক লীগের নেতা পরিচয় দিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে ওয়ারলেস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে আটক করা হয়।
ধস্তাধস্তিকালে আহত এসআই জসিম উদ্দিন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ রিপোর্ট লেখাকালে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।