নিজস্ব প্রতিবেদক :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে গণকবরে উপজেলা প্রশাসন পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পাশে গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন-উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদ ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রাফি তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।