নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে প্রধান নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে তফসীল ঘোষনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, আলী হায়দার সেলিম , প্রেসক্লাবের সভাপতি আ. স. ম আফজাল আলী, এডভোকেট হুমায়ুন কবির সৈকত, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব, মোঃ জালাল উদ্দিন রুমি,সমীরণ চক্রবর্তী শংকু, এডভোকেট মোঃ আব্দুল আলিম তালুকদার,কামরুজ্জামান আল রিয়াদ, সৈয়দ ছয়ফুর রহমান, নুওরোজুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন টিটু, শাহ মোস্তফা কামাল, সাইফুর রহমান ফয়সল প্রমূখ।
আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত সাংবাদিকদের সামনে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনী তাফসিল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক,কোষাধক্ষ, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, দপ্তর ও পাঠাগার সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদসহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ফরম বিতরণ হবে ২০ ডিসেম্বর। ২১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ।২২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন ও ফলাফল ঘোষণা করা হবে।