স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বলে জানা গেছে।
হবিগঞ্জে বিগত প্রায় ১৫ বছরে যে বৈপ্লবিক উন্নতি হয়েছে তার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জেলাবাসীর পক্ষ থেকে এমপি আবু জাহির কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া আগামী দিনে এ জেলাবাসীর জন্য আরও বেশী সহযোগিতা চেয়ে উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে নানা পরিকল্পনা সরকার প্রধানের সামনে তিনি তুলে ধরেন।