নিজস্ব প্রতিবেদক :
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে শায়েস্তাগঞ্জ উপজেলায় অস্থির পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা বৃদ্ধি হয়েছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। হঠাৎ করে আমদানি বন্ধ এবং দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার,দাউদনগর বাজার,ড্রাইভার বাজার,পুরান বাজার,সুতাং বাজার,বাছিরগঞ্জ বাজার,অলিপুর এসব বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
উপজেলার সুতাং বাছিরগঞ্জ বাজারে পেঁয়াজ কিনতে আসা বাচ্চু মিয়া বলেন, বাজারে পেঁয়াজ কিনতে এসে দেখি পেঁয়াজ নেই। অল্প কিছু দোকানে পেঁয়াজ থাকলেও দাম অনেক বেশি। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়ে গেলাম। প্রশাসনের পক্ষ থেকে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের দাবি সাধারণ ক্রেতাদের।
শায়েস্তাগঞ্জ পুরান বাজারে পেঁয়াজ বিক্রেতা আলী হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবর শুনে বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে গেছে।দেখা দিয়েছে পেঁয়াজ সংকট। দেশি পেঁয়াজ না-আসা পর্যন্ত বাজার স্বাভাবিক হবে না।
সুত্রে জানা যায়, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার খবর পাওয়ার পর ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন ফলে বাজারগুলোতে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। এবং কোন কোন দোকানে বেশি দামে বিক্রি করার অভিযোগ ও রয়েছে ক্রেতাদের।