এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আসন্নবর্তী জাতীয় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক দেবী চন্দ।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক দেবী চন্দ চুনারুঘাট আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব সহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী গণ স্বাগত জানান।এবং পরবর্তীতে জেলা প্রশাসক দেবী চন্দ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব উপজেলার বিভিন্ন নির্দিষ্ট ভোট কেন্দ্র পরিদর্শন করেন।সাথে ছিলো চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এসময় তিনি জনবহুল ও অরক্ষিতসহ অন্যান্য ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
আসছে আগামী ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রকার প্রস্ততি সম্পন্ন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।এবং বাংলাদেশের সকল বিভাগ,জেলা ও উপজেলা পর্যায়ে অবহিতকরণ কার্যক্রম চলমান রয়েছে তোরজোর গতিতে।
এ বছর এ উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮৪টি ভোট কেন্দ্র চুড়ান্ত করেছেন উপজেলা প্রশাসন।