মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ:
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করার জন্য প্রস্তুতি মূলক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ই ডিসেম্বর সকাল প্রায় ১১ ঘটিকার সময় আজমিরীগঞ্জ উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব হোসেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে সবাইকে নিজ দায়িত্বে এগিয়ে আসার আহবান জানান। এ সময় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য প্রতিবারের ন্যায় বিভিন্ন উপ কমিটি গঠন ও সংশোধন করা হয়।