নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পর যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় ।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকা-সিলেট রেল সড়কের মাধবপুরের মনতলা আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ।
তিনি জানান, পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পরপরই সিলেট থেকে ঢাকাগামী কালনী মনতলা স্টেশনে আসে।পরে কালনীর ইঞ্জিন দিয়ে বিকল হওয়া ট্রেনটি টেনে স্টেশনে আনা হয়।
তবে এ রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। তবে পারাবত ট্রেনের যাত্রীরা দুর্ভোগে ছিলেন।
এদিকে মনতলা রেল স্টেশনের মাষ্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ার, মেস্তুুরি গিয়েও সচল করতে পারেননি বিকল ইঞ্জিন। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে পারাবত ট্রেনের যাত্রীবাহি বগি নিয়ে দুপুর ১টার দিকে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়।