স্টাফ রিপোর্টার :
জাতীয় দৈনিক ভো্রের ডাক পত্রিকায় চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এফ এম খন্দকার মায়া।
শনিবার (২রা ডিসেম্বর)সকালে ৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ ভোরের ডাক কার্যালয়ে ভোরের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে.এম. বেলায়েত হোসেন সাক্ষরিত পরিচিত কার্ড দিয়ে চুনারুঘাট উপজেলা প্রতিনিধির দায়িত্ব প্রদান করেছেন।
সাংবাদিক এফ এম খন্দকার মায়া চুনারুঘাট উপজেলার পৌরসভাস্থ চেরাগ আলী রোডে উত্তর আমকান্দি আ/এ বাসিন্দা আনোয়ার হোসেন খন্দকারের ছেলে ও উপজেলা তাঁতি লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের ছোট ভাই।
তিনি স্কুল জীবন থেকে চেকপোস্ট,সিলেট ভয়েস,বাংলা কাগজ,যুববার্তাসহ হবিগঞ্জের স্থানীয় সাহিত্য ও দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলায় বহুল প্রচারিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি নতুন কর্মস্থল জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকায় কাজ করতে সহকর্মী শুভাকাঙ্ক্ষী সকলের সহযোগিতা কামনা করেছেন।