দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার হামুয়া তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামুয়া আবাসনের মহিলাদের নিয়ে তথ্যকেন্দ্রের উদ্যোগে “তথ্য আপা” ১৮ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকাল ১১ টার দিকে তথ্য সেবা কর্মকর্তা নূপুর রানী মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল আক্তার, পরিদর্শক, পরিবার পরিকল্পনা অফিসার সহ আরো অনেকেই।
বক্তব্যে বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো। এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায়না। তাই তথ্য সবার আগে প্রয়োজন। তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব।
এছাড়াও উঠান বৈঠকে নারীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন, ফতোয়া, ইভটিজিং, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ে নারীদের সচেতন করা হয়।
উঠান বৈঠকে আসা নারীদের মধ্যে ব্যবহারিক সরঞ্জাম দেওয়া হয়।