নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪(মাধবপুর- চুনারুঘাট) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টার পর মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, সহ সভাপতি রহম আলী, সাবেক সাধারণ সম্পাদক সুকুমার রায়সহ দলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।