স্টাফ রিপোর্টার :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ডা. মুশফিক হুসেন চৌধুরী হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগটি গৃহীত হয়েছে। হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা যায়। ওই পত্রে হবিগঞ্জ জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ মো. শামীম আনোয়ারকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরীকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আরও দুজন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু।
অন্যজন বর্তমান এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজের ছোট ভাই গাজী মোহাম্মদ শাহেদ।
এ আসনে মোট ৪ লাখ ৩০ হাজার ভোটারের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৭ জন নারী এবং পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৮৩।