স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের দুটি আসনে আওয়ামী লীগ মনোনিত দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন, হবিগঞ্জ-৩ আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং হবিগঞ্জ-২ আসনে প্রথমবার নির্বাচনে আসা ময়েজ উদ্দিন শরীফ।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ তাদের মনোনয়ন পত্র প্রদান করেছেন।
প্রার্থীদের পক্ষে কাগজ গ্রহণ করেছেন সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম এবং এমপি আবু জাহির এর ব্যক্তিগত সহকারি (পিএ) সুদীপ দাস।
এ তথ্য নিশ্চিত করে সুদীপ দাশ বলেন, ‘আবু জাহির এমপি মহোদয়কে চতুর্থবারের মত দলীয় মনোনয়ন দেওয়ায় আমরা সবাই অনেক কৃতজ্ঞ ও আনন্দিত।
তিনি আজ দুপুর আড়াইটায় লাখাই উপজেলায় উন্নয়নের নিশানা ‘বলভদ্র সেতু’র উপর দিয়ে হবিগঞ্জে ফিরবেন। সম্মানিত দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকগণ এমপি মহোদয়কে বলভদ্র সেতু এলাকায় গিয়ে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।’