চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক নিরীহ কৃষকের শেষ সম্বল ৯০শতক ভূমি দখল করতে অপতৎপরতা চালাচ্ছে এলাকার ভূমিখেকো মামলাবাজ চক্র।
জানা যায়, উপজেলার বগাডুবি গ্রামের মৃত আঃ লতিফ খাঁনের ছেলে নিরীহ কৃষক আঃ কাইয়ুম খাঁন ফুররুকের শেষ সম্বল ৯০শতক শাইল রকম ভূমি দখল করতে অপতৎপরতা চালাচ্ছে একই গ্রামের মামলাবাজ ভূমিখেকো চক্র মৃত আঃ গণির ছেলে নাসির উদ্দিন ও তার দলবল। ঐ চক্রটি জমি দখল করতে না পেরে নিরীহ কৃষক আঃ কাইয়ুমের বিরুদ্ধে ৫/৬ মিথ্যা মামলা দায়ের করেছে।
এ জমির বিষয়ে নাসির উদ্দিনের স্ত্রী রাবেয়া খানম ওরফে সৈয়দা হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালত চুনারুঘাট, স্বত্ব মোকদ্দমা ৫৫/২০০২দায়ের করেন। বিগত ৯/১/২০১২ইং তারিখে পূনঃ দায়ের শর্তে মোকদ্দমা তুলে নেয়ার দরখাস্ত করেন। মামলা তুলে নেয়ার পর ঐ জমিটি কালিশিরি গ্রামের হাজী আতাব আলী মীরের ছেলে হোসেন আলী মীরের কাছে অবৈধ্যভাবে বিক্রি করে দেয় মামলাবাজ নাসির উদ্দিন।
কিন্তু বর্তমানেও আঃ কাইয়ুম ঐ জমিতে ভোগদখলকার হিসেবে আছেন। নিরীহ আঃ কাইয়ুম বিচারের আশায় এলাকার মুরুব্বীদের দ্বারে দ্বারে ঘুরছেন।
তারপরও ভূমিখেকো চক্রের হোতা নাসির উদ্দিন এলাকার চেয়ারম্যান মেম্বারদের বিচার শালিস মানছেন না। নিরীহ কৃষক আঃ কাইয়ুম ভূমিখেকো চক্রের অব্যাহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।