আজিজুল হক নাসিরঃচুনারুঘাট উপজেলার আমু চা বাগানে সেগুন কাঠের ফার্নিচারে বোঝাই করা একটি পিক আপ ভ্যান আটক করেছে উপজেলার চিমটি বিল ক্যাম্পের বিজিবির সদস্যরা।
জানা যায়,গতকাল ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ বিজিবির কোম্পানী কমান্ডার দাইমুল ইসলাম আমু চা বাগানের পুলপার থেকে আটক করেন সেগুন কাঠের ফার্ণিচার বহন করা ঢাকা মেট্রো ১১-৯৭১ পিক আপ ভ্যানটি।
আটককৃত ফার্ণিচারের বাজার মূল্য ৩৪লক্ষ ১০হাজার৫০০টাকা বলেও জানান তিনি।
এবং আটককৃত ভ্যানটিকে মালামাল সহ উপজেলা বন বিভাগে কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান, কমান্ডার দাইমুল ইসলাম।