দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
শায়েস্তাগঞ্জে ৫ শতাধিক কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোঃ মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার আমিনুল ইসলাম দুলাল, ইউপি মেম্বার খলিলুর রহমান, ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, , ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ, কৃষক মোঃ আফরুজ মিয়া, মোঃ মানিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে পাচঁ শতাধিক কৃষকের মাঝে রবি মৌসুমের হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়।