ডেস্ক :
বিএনপি জামায়াতের পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলায় জুড়ে মহাসড়ক সহ শহরে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। পৌর শহর ও বিভিন্ন পয়েন্টে রীতিমতো যানজটের সৃষ্টি হতে দেখা যাচ্ছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে এ চিত্র দেখা যায়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি দল। পঞ্চম ধাপে বুধ ও বৃহস্পতিবার দুইদিনের অবরোধ চলছে।
এবারের অবরোধে অন্যদিনের মতোই রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তবে গণপরিবহন চললেও সংখ্যায় কম।