নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় জগলু মিয়া (৪০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর আইনগাও দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগলু মিয়া বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সিএনজি অটোরিকশা যোগে জগলু মিয়াসহ ৩ জন যাত্রী উপজেলার পানিউমদা বাজার থেকে আউশকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে দিনারপুর আইনগাও দাখিল মাদণাসার সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিলেট থেকে ঢাকাগামী রিয়েল কোচ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে সিএনজি দুমড়েমুচড়ে সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় সিএনজি অটোরিকশার যাত্রী জগলু মিয়া মারা যান।
সেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপর আহতদের চিকিৎসা চলছে।