স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ রেল জংশন থেকে ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। তিনি অল্পের জন্য রেলের কাটা থেকে রক্ষা পেয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি শায়েস্তাগঞ্জ স্টেশনের রেল লাইনের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন।
স্থানীয় কেউ উদ্ধার না করলেও এক যুবকের মাধ্যমে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ রিপোর্ট লেখাকালে তার পরিচয় পাওয়া যায়নি। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। পরনে তার লুঙ্গি ও পাঞ্জাবী ছিলো। ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন ধরে তিনি অভুক্ত ছিলেন।