এস এইচ টিটু :
ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে প্রতিদিনই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে পথচারী ও যানবাহনের যাত্রীদের উৎকট দুর্গন্ধ সহ্য করে ওই এলাকা পার হতে হয়।
এ ছাড়া গুরুত্বপূর্ণ মহাসড়কের শুরুর অংশে দিনের পর দিন এমন বিশ্রী ও বেহাল পড়ে থাকলেও সংশ্লিষ্টরা এসব বর্জ্য অপসারণে কোনো ভূমিকাই রাখছে না।
আর এটি পড়েছে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার পাশে এবং মড়রা যাওয়ার সড়কের সামনে।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা ছাড়াও মহাসড়কটি দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থী, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করে থাকেন। এতে প্রতিদিনই তাঁদের বিড়ম্বনার শিকার হতে হয়।
৬ নভেম্বর সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় শায়েস্তাগঞ্জ থানার পাশে শহরে যাওয়ার একটি সড়কের অংশ থেকে মহাসড়কের দুই পাশে ময়লা-আবর্জনা রয়েছে। সড়ক ঘেঁষে অন্তত আধা কিলোমিটার এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ রয়েছে।
পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, কার্টুন, কর্কশিট, কাগজ, পলিথিন, বস্তা, বর্জ্য, উচ্ছিষ্ট খাবার ছড়িয়ে-ছিটিয়ে স্তূপাকারে রয়েছে।এসব আবর্জনা পরিবেশদূষণের পাশাপাশি সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
আমজাদ হোসেন নামের এক পথচারী জানান, গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের পাশে আবর্জনা ফেলে এমন নোংরা একটি অবস্থা তৈরি করা হয়েছে, এটি কোনোভাবেই সহনীয় নয়। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য এখানে ফেলা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।দুর্গন্ধের কারণে নাকে-মুখে রুমাল দিয়ে চলাচল করতে হয়।
সড়কটিই যেন এখন আবর্জনার ভাগাড় হয়ে দাঁড়িয়েছে। এভাবে ময়লা ফেলায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।