নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি নার্গিস আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী,সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মোশাররফ হোসেন শাহেদ, ম্যানেজিং কমিটির সহ সভাপতি সৌমেন পাল।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকরা উপস্থিত ছিলেন।