ক্রীড়া ডেস্ক :
সাকিব আল হাসানকে আউট করেই হাতের ঘড়ি দেখানোর জায়গাটা দেখালেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় প্রথম ইনিংসে ঘটা ‘টাইমড আউট’ নাটকীয়তাকে মনে করিয়ে দিতে চেয়েছেন তিনি।
ইতিহাসের প্রথম হওয়া ওই আউটই এই ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে থাকবে নিশ্চিতভাবে।
তবে এই ম্যাচ আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের।
হতাশার বিশ্বকাপে অষ্টম ম্যাচে এসে পাওয়া গেছে দ্বিতীয় জয়। এতে টিকে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।
প্রথমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বেশ ভালো সংগ্রহ পেয়েছিল লঙ্কানরা। পরে সাকিব ও শান্তর দুর্দান্ত জুটি আর ব্যাটিং নিশ্চিত করেছে বাংলাদেশের জয়।
সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। ৪১ ওভার এক বলে ওই রান তাড়া করে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো বিশ্বকাপে হারালো তারা, সেটিও দলটির বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে।
ছয় ম্যাচ পর এবারের বিশ্বকাপে জয় পেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টানা ছয় ম্যাচ হেরেছে তারা। এই জয়ের পর রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে সাতে আছে বাংলাদেশ, আটে শ্রীলঙ্কা। স্বাগতিক পাকিস্তান ছাড়া বিশ্বকাপের বাকি সাত দল খেলবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।