বাহার উদ্দিন, লাখাই থেকে :
মহান মানুষ গড়ার কারিগর, প্রথিতযথা শিক্ষক, শিক্ষাগুরু , ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাখাই অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আহম্মেদ ভূইয়া ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন।
শনিবার(৪ নভেম্বর)রাত ৮ নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগ ভোগে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন,শুভাকাঙ্খী রেখে যান।
সকলের শ্রদ্ধাভাজন শিক্ষকের মৃত্যুুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত ছাত্র- ছাত্রী, সহকর্মীসহ সহ নানা শ্রেণী পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ীতে ভিড় জমায়।
মরহুমের নামাজে জানাজা রবিবার(৫ নভেম্বর) দুপুর বেলা তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এসিআরসি উচ্চবিদ্যালয়ের পাশে লাখাই বটতলা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সহস্রাধিক মুসল্লী অংশ নেন।
শ্রদ্ধেয় শিক্ষক সালাহ উদ্দিন আহমেদ ভূইয়ার মৃত্যুতে উপজেলার বিভিন্ন বিশিষ্টজন ও সংগঠন শোক প্রকাশ করেন।
প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যারা শোকবার্তা দিয়েছেন তাঁরা হলেন :
লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,লাখাই প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, আদর্শ সাহিত্য পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক,লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ, আশীষ দাশগুপ্ত, লাখাই ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরিফ উদ্দিন, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাজান মিয়া, ব্যবসায়ী বি,এইচ,এম রানা , ইউনিয়ন আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার।