এম সাজিদুর রহমান :
হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কের (পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক) পার্শ্বে গড়ে তোলা হয়েছে অবৈধ বালুর ডিপো। এখানে যানবাহন চলাচলের রাস্তায় অবৈধভাবে বালুর ডিপো গড়ে তোলায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা।
এতে প্রাণহানি সহ অনেকেই আহত হয়েছেন এখানে। এ প্রেক্ষিতে বিভিন্ন সময় উপজেলা প্রশাসন ভাম্যমান আদালত পরিচালনা সহ বালু ব্যবসায়ীদের সতর্ক করলেও কিছু দিন যেতে না যেতেই ফের গড়ে তোলা হয় বালুর ডিপো।
সড়কের উপর বড় বড় ট্রাক ও ট্রাক্টর দাঁড় করিয়ে লোড করা হয় বালু। তবে বালু সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পান না।
এদিকে রবিবার (৫ নভেম্বর) দুপুরে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন ভাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং রাস্তার উপর ডিপো করে বালু জমা রেখে বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাগর মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং আনুমানিক ৫০ হাজার ঘনফুট স্তূপীকৃত বালু এবং একটি এক্সকেভেটর সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে হয়।
ভ্রাম্যমান আদালতের সহায়তায় ছিলেন বাহুবল মডেল থানার একটি দল। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।