চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ৪২ বোতল মাদকসহ আক্তার মিয়া (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার(৫জুলাই) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী ও এসআই কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আইত বটেরতল নামক স্থানে ভারতীয় ৪০ বোতল অফিসার চয়েস ও ২টি রয়েলসহ তাকে আটক করে পুলিশ।
আটককৃত আক্তার মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফিজ উল্লার ছেলে।
এসময় আক্তারের দুই সহযোগী বাবুল ও ছেরাগ আলী পালিয়ে যায়।