হবিগঞ্জ প্রতিনিধি :
‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল মনসুর,জেলা সমবায় কর্মকর্তা আাব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান ও হাসনা হেনা।
অনুষ্ঠানে জানানো হয় হবিগঞ্জ জেলায় ১হাজার ১৭৩টি সমবায় সমিতি রয়েছে। জেলার মোট সমবায়ী ১ লক্ষ ২হাজার ৬৬৮জন। সমবায় সমিতির মাধ্যমে সৃষ্টি হয়েছে বহু কর্মসংস্থান।