ভোর ৬টায় যখন মোবাইলে এলার্মটা টিং টিং করে বেজে উটে.
বুকের ভিতরটা ভয়ে কেপে উটে.ওই বুঝি চলে গেল লড়ি.ঘুম থেকে উটে প্রবাসে সবচেয়ে বিরক্তকর সময় হলে টয়লেটে সিরিয়াল.হবে না বা কেন সাত জনে ১ টয়লেটে.টয়লেটে ভিতরে গেলে বাহির থেকে আবার ঠক ঠক.আর তো আছে সেই চেনা সুরে বলে “”টয়লেটে কি ঘুমাও নাকি”৬.৪০মিনিটে লড়ি.কখনো লড়ির জন্য অপেক্ষা আবার কখনো লড়ির পিছনে দৌড়ানো.
দুপুর ১২ টায় খাওয়া সময়.কখনো তরকারী নষ্ট.আবার কখনো ভাত নষ্ট.কি আর করা খেতে হবে,ক্ষিধা লাগলে সবই মজা.সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আবার সন্ধায় ৭ টায় লড়ি করে রোমে.রাত ৮ টায় রোমে এসে চোখের পানি.ভাবছেন কেন,পিয়াজ! সে যে আমায় প্রতিদিন একবার করে কাদায় ভালো থাকলো খারাপ থাকলো.তরকারী আদা রসুন কাটতে হয়.
রান্নাবান্না করতে করতে ১০টা বাজে.আবার সেই গোসলের সিরিয়াল.ভাত খেতে খেতে ১০.৩০টা বেজে যায়.বাড়িতে ফোন করে কিছু ক্ষণ পরে বেজে যায় ১২টা.খাওয়া দাওয়া পরে রোমের মানুষ সবাই আড়ালে চলে যায় যার যার ব্যক্তিগত কাছে.আর দেওয়ালে ঘড়িটা মুচকি হাসি দিয়ে বলে দেয় ১২ টা বেজে গেছে.
সকালে লড়ির কথা.যদি একবার লড়ি মিস হয় তাহলে ৩৫ ডলার শেষে(৩৫ গুন ৬১ ডলার).কারণ কাজে না গেলে ৩৫ ডলার কেটে নেই.ভোর ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ভাবে কাটছে দীর্ঘ ৭ বছর প্রবাস জীবন.এরই নাম জীবন এরই নাম প্রবাস .কি বলেন প্রবাসী বন্দুরা ভালো ভালই তো ,আমার মত যারা আছেন কমেন্ট করে জানান
লেখক : রিয়াজ (সিঙ্গাপুর)