নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রবিবার সকালে নবীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মধ্যে ভি.জি.এফ’র চাল বিতরন করা হয়েছ। পৌর এলাকার ৪ হাজার ৬শত ২১ জন কার্ডধারীদের মধ্যে মাথা পিছু ১০ কেজি করে ওই চাল বিতরণের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিলর এ.টি.এম সালাম, টেক অফিসার ও মৎস্য কমর্কতা রাশেদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, শাহ রিজভী আহমদ খালেদ, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার দে, মান নিয়ন্ত্রক কর্মকর্তা সুকেশ চক্রবর্তী প্রমুখ।