শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের জেলার শায়েস্তাগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার উপজেলার দুপুরে দাউদনগর বাজারে অভিযান পরিচালনা করে গাজাসহ পৌর এলাকার পুরানবাজারে আলতাফ ফকিরের ছেলে মোঃ রিয়াল ফকির(২২) ও কাজীর গাঁও গ্রামের মৃত সমুজ আলীর ছেলে ফরিদ মিয়া(৫০)কে আটক করা হয়।
পরে শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূইয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে পাঠান।