শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
বৃহত্তর সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় rab-9 সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তায় কাজ করছে।
”ধর্ম যার যার -রাষ্ট্র সবার” এই লক্ষ্যে সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপনে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে,rab-9 এর পর্যাপ্ত টহল মোতায়েন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেক পোস্ট কার্যক্রম পরিচালনা করা, সাইবার মনিটরিং সেল, সাদা পোশাকে র্যাব , রোবোস্ট পেট্রোল সহ বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত গল্পে পুরো বিভাগসহ জেলাগুলোতে উপজেলা পর্যায়ে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ সশরীরে উপস্থিত হয়ে পূঁজারীদের সকল বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটির বিষয়ে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করেছেন।
নির্ধারিত নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্গত রাধাকৃষ্ণ মন্দিরে পরিদর্শন করেন র্যাবের পদস্থ কর্মকর্তা উইং কমান্ডার মো: মোমিনুল হক,জি ডি(পি) অধিনায়ক rab-9।
এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ পূঁজা মন্ডপের দায়িত্বে থাকা পূঁজারীগণ।
পূঁজারীদের পক্ষ থেকে আগত কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার সুধীবৃন্দ এবং আইনশৃঙ্খলার নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন অজিত রঞ্জন রায় দুলু, জনি পাল চৌধুরী সহ অন্যান্য পূঁজারীগণ।
বিজয়া দশমীতে দেবীর বিদায় উপলক্ষে rabসহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূঁজা মন্ডপ গুলোতে বেজে উঠেছ বিদায়ের করুন সুর। পূঁজারিদের মাঝে বিদায়ের মূর্চনায় দেবীকে বিদায় দেয়ার চলছে প্রস্তুতি।