বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলার ৬ ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
রবিবার (২২ অক্টোবর) শারদীয় দূর্গা পূজার মহা অষ্টমীতে দিনব্যাপী লাখাই উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় পূজারীদের সহিত শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন খোঁজ খবর নেন।
উপজেলার লাখাই, মোড়াকরি, বামৈ,মুড়িয়াউক, বুল্লা,করাব ইউনিয়ন এর পূজা মন্ডপ পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল মতিন, বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, করাব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস সহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী।