আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
হবিগঞ্জের চুনারুঘাটের সব গুলো পুূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইনশৃংখলা কমিটির সভাপতি সিদ্ধার্থ ভৌমিক।
(২১ অক্টোম্বর) শনিবার চুনারুঘাট উপজেলার বাসুুদেব মন্দির,চান্দপুর চা বাগান, আমু চা বাগান, নালুয়া চা বাগানসহ সব গুলো চা বাগান ও ইকরতলী ছয়শ্রী মুনিপুরী পাড়া মন্দির পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক,উপজেলা পুজাঁ উদযাপন কমিটির সভাপতি প্রনয় পাল, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,প্রবীন আওয়ামীলীগ নেতা হাছন আলী মেম্বার,এস আই লিটন রায়,চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা,মহেশ উড়াং, সুবাস, বাবু মেম্বার,নালুয়া চা বাগানের মাখন গোস্বামী মেম্বার,নটবর রোদ্রপাল মেম্বার,স্বপন তাতী,ইকরতলী পুঁজামন্ডপের সেক্রেটারী উজ্জ্বল কুমার সিংহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার পুজাঁমন্ডপের সার্বিক নিরাপত্তার খোজঁ খবর নেন।এবার-ই প্রথম পুজাঁমন্ডপে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।