চুনারুঘাট প্রতিনিধিঃ
জন্মদাতা পিতা আমির হোসেন কে বাড়ি থেকে বের করে দিল কুলাঙ্গার পুত্র সিদ্দিক মিয়া (৩৫)।নিরুপায় হয়ে অসহায় পিতা চুনারুঘাট থানায় অভিযোগ করেছেন।
(২০ অক্টোবর) শুক্রবার সকালে কুলাঙ্গার পুত্র আলী কে তার সকল জমিজমা দিয়ে দিতে গালাগাল শুরু করে।এক পর্যায়ে লম্বা দা নিয়ে সে তার পিতা কে দৌড়াইয়া মারতে আসলে স্বাক্ষীগণ রক্ষা করেন।পরে সে দা নিয়ে রাস্তায় বসে আছে। তার বৃদ্ধ পিতা আমির হোসেন বাড়িতে গেলে তাকে কুপানোর হুমকি দেয়।
এখন পিতা বাড়ি ছেড়ে অসহায় ঘুরতেছেন।নিরুপায় হয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
চুনারুঘাট থানার মানবিক ওসি রাশেদুল হক বলেন,বিষয়টি খুবই দুঃখজনক।অভিযোগ পেয়েছি, তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।