স্টাফ রিপোর্টার ॥
টমটম চলাচল সীমিত করায় বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে যানজট ছিল অনেক কম।
হবিগঞ্জ পৌরসভার ঘোষণা অনুযায়ী ওই দিন নাম্বার প্লেইটধারী ১৩শ টমটমের মাঝে অর্ধেক টমটম রাস্তায় চলাচলের অনুমতি পায়। শুধুমাত্র ১ হতে ৬৫০ নাম্বার পর্যন্ত টমটমগুলো চলাচল করে।
আজ শুক্রবার ৬৫১ হতে ১৩০০ নাম্বার পর্যন্ত টমটম গুলো শহরে চলাচল করবে। এভাবে চলবে পালাক্রমে। বৃহস্পতিবার টমটম সীমিতকরনের প্রথম দিন যানজট পরিস্থিতির অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছে। টমটমের সংখ্যা কম হওয়ায় রাস্তা তুলনামুলক ফাঁকা ছিল।
সাথে সাথে প্রতিটি টমটমে যাত্রী পরিপূর্ন ছিল। এছাড়াও টমটমগুলো তাদের গন্তব্যে দ্রুততম সময়ে পৌছুতে পেরেছে। ফলে ট্রিপও বেশী দেয়া সম্ভব হয়েছে। টমটম সীমিতকরণের এই পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।