নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরুন নাহার বেগমের সভাপতিত্বে সহকারী শিক্ষক হাসানুজ্জামান ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু।
ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয় এর সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র,ছাত্রীরা।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা, কবিতা, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং সকল শিক্ষক,প্রধান অতিথি ও কোমলমতি শিক্ষার্থীদের কে নিয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডি ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু ঘাতকচক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল।
মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।