নিজস্ব প্রতিবেদক :
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় সোয়া মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সোয়া মিয়া বাহুবল উপজেলার আরিছপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
আহতরা হলেন- একই উপজেলার আদিত্যপুর গ্রামের মোহাম্মদ আলী (২০) ও তার ভাই আলী হায়দার (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোয়া মিয়াসহ কয়েকজন শ্রমিক মুগকান্দী নদী ব্রিকস্ ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে তারা ৩ জন মিলে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর ব্রীজের কাছে পৌঁছামাত্রই হঠাৎ করে একটি মাইক্রোবাস (হাইয়েস) গাড়ি তাদেরকে চাপা দেয়।
এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সোয়া মিয়াকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন।