মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ২টি হোটেলকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ হবিগঞ্জ জেলা সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এ জরিমানা আদায় করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি দায়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৩হাজার টাকা ও জসিম হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৫হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিজিবি সদস্যরা উক্ত অভিযানে সহযোগিতা করেন।