আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
জাতীয় স্যানেটারী মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে অক্টোবর মাসে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’।বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস।
বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
(১৬ অক্টোম্বর)সোমবার এ উপলক্ষে চুনারুঘাট একতা স্যানেটারী ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ও স্যানমার্ক এস ২ প্রকল্পের সার্বিক সহযোগীতায় আলোচনা ও সভা র্যালী অনুষ্ঠিত হয়।
স্যানমার্ক এস ২ এর বিজনেস ডেভেলাপমেন্ট অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান এর পরিচালায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর,উপজেলা নির্বাহী অফিসার সির্দ্ধার্থ ভৌমিক,উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার ও আবিদা খাতুন।উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আনোয়ার আলী,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মহি উদ্দিন,স্যানেটারী ব্যবসায়ী দিদার হোসেন ও স্কুলের ছাত্রছাত্রীরা।