এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহন বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
১০ অক্টোবর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার ফিশারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চালানোর ফলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ফিশারী নামক স্থানে সিলেটগামী শ্যামলী ঢাকা মেট্রো ব- ১৪-৬২১৪ যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে বাসে থাকা অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। তৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ খাদে পড়া বাসটি খাদ থেকে তুলে উদ্ধার করেন।