দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল।
এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শাক সবজিসহ বিভিন্ন ফসলের।
আকস্মিক এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার ১৫টি গ্রাম। জলমগ্ন হয়ে পড়েছে অনেক এলাকা। তলিয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট। অনেক বাড়িঘরে উঠেছে পানি। কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে সবজির ক্ষেত। ভেসে গেছে পুকুর ও ফিসারীর মাছ। রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে মানুষ চলাচলের জন্য ব্যবহার করছে নৌকা।
পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় তিন ইউনিয়নের ১৫টি গ্রামের এক হাজার একর ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সবজিতলা ২/৩ ফুট পানিতে নিমজ্জিত রয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খরস্রোতা খোয়াই ও সুতাং নদীর পানি বাড়ছে হুহু করে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর জব্বার বলেন অনেক কষ্ট করে ২ বিঘা জায়গাতে সীম, লাউ, চিচিঙ্গা, পুইশাকসহ বিভিন্ন প্রজাতির সবজির ক্ষেত বানের পানিতে ডুবে গেছে। অনেক টাকা খরচ করে সবজিগুলো লাগাই। কিন্তু পানির কারণে আর পারলাম না।
নিশাপট গ্রামের আরেক কৃষক শফিক মিয়া বলেন সবজি ক্ষেত তো শেষ। ৩ বিঘা জমিতে সীম চাষ করেছিলাম। কিন্তু পানি সব নিয়া গেল। এখন কি করে সংসার চালাবো তা ভেবে পাচ্ছি না।
ক্ষতিগ্রস্ত মাছের খামারের মালিক সুমন মিয়া জানান উজানের পানির কারণে আমার অনেক বড় ক্ষতি হইলো। প্রায় ২ লাখ টাকার মাছ ভেসে গেল। আমার মতো অনেকেরই এ রকম ক্ষতি হইছে।
এ ব্যাপারে ব্রাক্ষনডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া বলেন, টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে আমার ইউনিয়নের বেশ কয়েক গ্রাম প্লাবিত হয়েছে। মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, উপজেলায় মোট সবজি ছিল ২১০ হেক্টর। এর মধ্যে ৭৬ হেক্টর সবজি পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। বাকি সবজিগুলো কম বেশি নষ্ট হয়েছে। খুব অল্প সবজির জমি হয়তো থাকবে । পানি সরে গেলে প্রকৃত ক্ষতির হিসাবটা আমরা করতে পারবো।