চুনারুঘাট প্রতিনিধিঃ
ভারতীয় চোরাই ৯টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।
(৯ অক্টোবর) সোমবার ভোরে চিমটিবিল সীমান্তে ১৯৭১ এর ৬ এস পিলারের কাছে গরু গুলো আটক করে বিজিবি’র চিমটিবিল ক্যাম্প।
চিমটিবিল বিজিবি ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন এর নেতৃত্বে একদল জোয়ান টহল করছিলেন।এ সময় চোরাকারবারিরা কাটা তার পেড়িয়ে গরু গুলো নিয়ে আসছিলেন।তারা ধাওয়া করলে গরু রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।এ সময় ৯টি ভারতীয় গরু জব্ধ করে বিজিবি।
বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন এর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল এমদাদুল বারী খান বলেন,সীমান্তে যে কোন ধরনের মাদক ও চোরাকারবারি রোধে বিজিবি বদ্ধ পরিকর।