এস এইচ টিটু :
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে কাভার ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৫ জন যাত্রী আহত হয়েছে।
৮ অক্টোবর রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার অলিপুর স্কয়ার কোম্পানির গেইটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, স্কয়ার কোম্পানির গেইটের সামনে কোম্পানির কাজে ব্যবহৃত কাভার ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-উ ১১-২০৩৩) ও নাম্বার বিহীন সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী তাসলিম মিয়া(৩৫) নামে এক ব্যক্তি হাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়।
এছাড়া ও ড্রাইভারসহ সিএনজির অপর এক যাত্রী আহত হয়। তাৎক্ষণিক বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।