বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ফিসারী, এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
গত ২ দিন যাবৎ অতি বৃষ্টির কারনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের প্যালেস রোড এর জয়নাবাদ মৌজায় অবস্থিত একটি ফিসারীর পাড় ভেঙ্গে গেলে ফিসারীতে থাকা মাছের পোনাগুলো ঢলের পানিতে কালীছড়া নদীতে চলে যাওয়ার কারনে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
জানা যায়, পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামের আলতা মিয়ার কাছ থেকে উক্ত মৌজার লস্করবাড়ি নামক স্থানে ৬৩ শতক জমিতে স্থাপন করা একটি ফিসারী পুটিজুরী বাজারের মেসার্স আরিয়ান ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মোঃ তাজুল ইসলাম লীজ নিয়ে মাছ চাষের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির ২০/৩০ হাজার মাছের পোনা ফেলেন, কিন্ত অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ফিসারীটির পাড় ভেঙ্গে গেলে ফিসারীতে থাকা মাছের পোনাগুলো ঢলের পানিতে ভেসে যায়।
এতে ফিসারীর পাড় মেরামতসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফিসারীর মালিক তাজুল ইসলাম জানিয়েছেন। এছাড়াও ওই এলাকার অনেক কৃষকের কৃষি জমিরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।