নিজস্ব প্রতিবেদক :
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নাগরিক অধিকার করতে সুরক্ষন,০০ দিন হইতে ৪৫ দিনের মধ্যে করতে হবে জন্ম মৃত্যুর নিবন্ধন ” এই প্রতিপাদ্যে শুক্রবারে উপজেলা প্রশাসনের উদ্যোগে হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক, উপজেলার ইউনিয়ন পরিষদের মেম্বারগন, ইউপি সচিব, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী, ইউনিয়ন দফেদারগণ সহ আরো অনেকেই।
আলোচনা সভায় জন্মনিবন্ধন নিয়ে যাতে মানুষ হয়রানি স্বীকার না হয় সেই দিকে খেয়াল রাখতে ইউপি সচিবদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও প্রত্যেক শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে বলে সভায় জানানো হয়।