এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দেওরগাছ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকালে ৩নং দেওরগাছ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হবিগঞ্জের উপ পরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক (সিসি) পরিবার পরিকল্পনা, হবিগঞ্জের আব্দুর রব মোল্লা।
আকষ্মিক ভাবে ইপিআই চলাকালীন সময়ে উপস্থিত হয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারী সহ সকলকে উপস্থিত পেয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় হাসপাতালের রাস্তার বেহাল অবস্থা ও সেবা নেওয়ার জন্য আসা রোগীদের কষ্ট লাগবে স্থানীয় ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমনের সাথে সাক্ষাৎ করতে অনুপস্থিতিতে সাধারণ সদস্যদের সাথে সমস্যা সমাধানের আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী গণ।