নিজস্ব প্রতিবেদক :
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা (Productivity for Smart Bangladesh)” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব দেবী চন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, এজিএম, বিসিক, হবিগঞ্জ; সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য অধিদপ্তর; ক্যাব এর প্রতিনিধিবৃন্দ, ব্যকস এর প্রতিনিধিবৃন্দ, নাসিব এর প্রতিনিধিবৃন্দ, উৎপাদনশীলতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য সুধীজন।
উপস্থিত সকলে উৎপাদনশীলতা বৃদ্ধিতে স্মার্ট টেকনোলজি ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন।