স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা জলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সহ সভাপতি শওকত আরা চৌধুরী, তাহেরা চৌধুরী, মধবী চৌধুরী ধরা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেনারা আক্তার বিউটি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা চৌধুরী মজু, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা আক্তার হ্যাপি প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিটের মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেত্রীরা এতে অংশ নেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।