হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের কুখ্যাত মাদক সম্রাট ফেনসি আকবরের বাড়ীতে অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, নগদ ১ লক্ষ ৪৬ হাজার, ৯শ ৮১ টাকা ও ৭টি মোবাইল উদ্ধার করেছে মাদক বিরোধী চোরাচালান ট্রাস্কফোর্স।বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান-গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে মাধবপুর পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার মৃত দিল্লর আলীর ছেলে কুখ্যাত মাদক স¤্রাট আকবর আলীর বাড়ীতে সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী চোরাচালান ট্রাস্কফোস অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, নগদ ১ লক্ষ ৪৬ হাজার, ৯শ ৮১ টাকা ও ৭টি মোবাইল উদ্ধার করে।
অভিযানে বিজিবি ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের ও মনতলা বিওপির কমান্ডার নায়েক সুবেদার মেজবাহুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক বিজিবি সদস্য অংশ নেয়। ট্রাস্কফোর্স সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন আরও জানান- এ ব্যাপারে বিজিবি ধর্মঘর বিওপির অধিনায়ক সুবেদার আবু হানিফ বাদী হয়ে ফেনসি সম্রাট আকবর আলী (৫৫) কে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।